বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ইউনিয়ন) এর আওতাধীন প্রাথমিক দুগ্ধ সমিতির ম্যানেজারদের সাথে দুগ্ধ সংগ্রহ বৃদ্ধির লক্ষ্যে আগামী ১০/০৯/২০২২ তারিখ শনিবার সকাল ১১.০০ ঘটিকায় বাঘাবাড়িঘাট দুগ্ধ কারখানা, শাহজাদপুর, সিরাজগঞ্জ এর সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবেউপস্থিত থাকবেন সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিবন্ধক ও মহাপরিচালক, সমবায় অধিদপ্তর, ঢাকা। উক্ত সভায় জেলা প্রশাসন ও পুলিশ সুপার, সিরাজগঞ্জ ও পাবনা কে উপস্থিত থাকার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বিশেষভাবে অনুরোধ করেছেন। এছাড়া সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা(শাহজাদপুর ও উল্লাপাড়া); উপজেলা নির্বাহী কর্মকর্তা (বেড়া, ফরিদপুর ও সাঁথিয়া) এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা( শাহজাদপুর ও উল্লাপাড়া); ভারপ্রাপ্ত কর্মকর্তা (সাঁথিয়া, বেড়া ও ফরিদপুর) কে অংশগ্রহণ করার লক্ষ্যে নির্দেশ প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস